বিশ্বে কম্পিউটার প্রযুক্তির অগ্রগতিতে কিছু দেশ অসাধারণ দক্ষতা ও নেতৃত্ব প্রদর্শন করছে। চিপ উৎপাদন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা পর্যন্ত এসব দেশ উদ্ভাবনের শীর্ষে রয়েছে।
নিচে আমরা এমনই পাঁচটি দেশের কথা তুলে ধরছি, যারা বিশ্ব প্রযুক্তি খাতে বিশাল প্রভাব রাখছে।
তাইওয়ান
তাইওয়ান মাইক্রোপ্রসেসর চিপ উৎপাদনের বিশ্বনেতা। TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) বিশ্বের প্রায় ৯০% উন্নত চিপ উৎপাদনের জন্য দায়ী। এ ছাড়া মিডিয়াটেক, ফক্সকন (Hon Hai Precision)–এর মতো প্রযুক্তি জায়ান্টগুলিও তাইওয়ানে অবস্থিত, যা দেশটিকে বিশ্বব্যাপী উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
চীন
বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি হিসেবে চীন এখন প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে। এআই, রোবটিকস ও সেমিকন্ডাক্টর উৎপাদনে বিপুল বিনিয়োগ করছে। ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনা গবেষকরা কম্পিউটার প্রযুক্তিতে ৪২,০০০-এর বেশি পেটেন্ট অর্জন করেছে, যা দেশটির অগ্রগতির প্রমাণ।
দক্ষিণ কোরিয়া
স্যামসাং ও এলজি-র নেতৃত্বে দক্ষিণ কোরিয়া সেমিকন্ডাক্টর, আইসিটি এবং কম্পিউটার প্রযুক্তিতে বিশ্বের অন্যতম উদ্ভাবনী দেশ। উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণাভিত্তিক সমাজ দেশটির প্রযুক্তি খাতে দ্রুত অগ্রগতি এনেছে। এ পর্যন্ত ৪৭,০০০-এর বেশি পেটেন্ট অর্জন করে তারা বৈশ্বিক পর্যায়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র
অ্যাপল, ইন্টেল, এনভিডিয়া, কোয়ালকমসহ অসংখ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের আবাসস্থল যুক্তরাষ্ট্র। কোয়ান্টাম কম্পিউটিং ও এআই-তে তাদের গবেষণা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে ৯৩,০০০-এর বেশি পেটেন্ট অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রযুক্তির বিশ্বনেতা হিসেবে অবস্থান ধরে রেখেছে।
জাপান
জাপান তার শক্তিশালী ডিজিটাল অবকাঠামো এবং উদ্ভাবনী মনোভাবের জন্য পরিচিত। Hitachi, Toshiba ও Kyocera-এর মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জাপান কম্পিউটার প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্ব দিচ্ছে। দেশটি ২০০০–২০২০ সালের মধ্যে ১,০৩,০০০-এর বেশি পেটেন্ট অর্জন করেছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন