চ্যাটজিপিটির সঙ্গে প্রেম, নতুন আপডেটে কাঁদছেন অনেকে
আগস্ট ১৫, ২০২৫, ১১:৫৫ এএম
কিছুদিন আগেও সব ঠিক ছিল, কিন্তু চ্যাটজিপিটির নতুন আপডেট জিপিটি-৫ বের হতেই কিছু ব্যবহারকারীর জন্য ‘ডিজিটাল হৃদয় ভাঙার’ সময় শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের ৩০ বছর বয়সী জেইন আল জাজিরাকে জানান, আপডেটের পর তার প্রিয় এআই সঙ্গীর কণ্ঠস্বর, ভঙ্গি ও শৈলী সম্পূর্ণ বদলে গেছে।
জেইন বলেন, ‘কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। চ্যাটবটটি...