মোবাইল ফোন তো একটু আগেই হাতে ছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছেন না! ছোট ভাই-বোনের ফোন দিয়ে কল দিলেও কোনো রিং শোনা যাচ্ছে না—কারণ ফোনটি হয়তো সাইলেন্ট মোডে রয়েছে। এমন পরিস্থিতিতে টেনশন হওয়াটাই স্বাভাবিক।
তবে চিন্তার কিছু নেই। গুগলের একটি সহজ ফিচার ব্যবহার করে মুহূর্তেই খুঁজে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া ফোন।
কীভাবে খুঁজে পাবেন ফোনটি?
১. অন্য একটি মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে যান এবং সার্চ বক্সে লিখুন: “Find My Phone”
২. এরপর সাইন ইন করুন আপনার গুগল অ্যাকাউন্টে, যেটি হারানো ফোনে ব্যবহৃত হয়েছিল।
৩. গুগল তখন মানচিত্রে আপনার ফোনের সর্বশেষ অবস্থান দেখাবে।
৪. এরপর ‘Find My Device’ (অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার) অপশন চালু করে ‘Ring’ বোতামে ক্লিক করুন।
ফোনটি যদি সাইলেন্ট মোডে থাকে, তবুও পুরো শব্দে রিং বেজে উঠবে। এটি চলতে থাকবে যতক্ষণ না আপনি নিজ হাতে পাওয়ার বোতাম চেপে রিং বন্ধ করেন।
কোন শর্তে কাজ করবে ফিচারটি?
ফোনে অবশ্যই আগে থেকেই গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে।
ডিভাইসটির ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।
এই সহজ ফিচারটি অনেক সময় জীবন রক্ষা করার মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই গুগল অ্যাকাউন্ট ও ইন্টারনেট কানেকশন সচল রাখার অভ্যাস গড়ে তুলুন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন