শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৮:৩৮ এএম

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজও দেখা সম্ভব, জেনে নিন পদ্ধতি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৮:৩৮ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার চালুর পর অনেকেই কৌতূহলী হন—যে মেসেজটি মুছে ফেলা হলো, সেখানে আসলে কী লেখা ছিল? কখনো ভুল করে, কখনো আবার ইচ্ছাকৃতভাবে মেসেজ ডিলিট করে দেন ব্যবহারকারীরা। 

কিন্তু এমন পরিস্থিতিতে কিছু কৌশল অবলম্বন করলে মুছে যাওয়া মেসেজও দেখা সম্ভব—বিশেষত অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য।

প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সাইট Gadgets 360-এর এক প্রতিবেদনে এমনই কিছু পদ্ধতি তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ দেখা যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক সেই ধাপগুলো:

অ্যান্ড্রয়েড থেকে ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার উপায়

১. নোটিফিকেশন হিস্ট্রি ব্যবহার করুন

অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের সংস্করণে থাকা ‘নোটিফিকেশন হিস্ট্রি’ ফিচারটি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন সংরক্ষণ করে। মেসেজ ডিলিট হলেও যদি তা নোটিফিকেশন বারে দেখা গিয়ে থাকে, তাহলে এখান থেকেই মেসেজটি পাওয়া সম্ভব।

ফিচার চালুর ধাপ:

ফোনের Settings > Notifications > Advanced Settings > Notification History-এ যান।

ফিচারটি On করুন।

এরপর Settings > Notification > Notification History-তে গিয়ে মেসেজগুলো স্ক্রল করে দেখুন।

দ্রষ্টব্য: মিউট করা চ্যাট বা যেসব মেসেজের কোনো নোটিফিকেশন আসেনি, সেগুলো এই উপায়ে দেখা যাবে না।

২. হোয়াটসঅ্যাপ ব্যাকআপ থেকে মেসেজ রিস্টোর করুন

হোয়াটসঅ্যাপে ডিলিট করার আগে যদি চ্যাট ব্যাকআপ নেওয়া হয়ে থাকে, তাহলে সেই ব্যাকআপ থেকে মুছে যাওয়া বার্তা পুনরুদ্ধার সম্ভব।

পদ্ধতি:

হোয়াটসঅ্যাপ > Settings > Chats > Chat Backup-এ যান এবং ব্যাকআপ ফ্রিকোয়েন্সি দেখুন।

হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন এবং আবার ইনস্টল করুন।

ফোন নম্বর ভেরিফাই করার পর Restore অপশনে চাপুন।

সতর্কতা: ব্যাকআপ নেওয়ার পর যেসব মেসেজ এসেছে, তা এই রিস্টোরের সময় হারিয়ে যেতে পারে।

আইফোন থেকে ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার উপায়

১. আইক্লাউড ব্যাকআপ ব্যবহার করুন

হোয়াটসঅ্যাপ > Settings > Chats > Chat Backup-এ গিয়ে শেষ ব্যাকআপের তারিখ চেক করুন।

অ্যাপটি আনইনস্টল করে আবার ডাউনলোড করুন।

নম্বর ভেরিফাই করে আইক্লাউড থেকে ব্যাকআপ রিস্টোর করুন।

২. আইটিউনস বা ম্যাক ফাইন্ডার দিয়ে রিস্টোর করুন

আইফোন কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন।

iTunes (উইন্ডোজ বা পুরনো ম্যাক) বা Finder (নতুন macOS)-এ যান।

ডিভাইস সিলেক্ট করে Restore Backup অপশনে ক্লিক করুন।

যে ব্যাকআপে মেসেজ ছিল তা সিলেক্ট করুন।

সতর্কতা: এই পদ্ধতিতে পুরো ডিভাইস রিস্টোর হয়, ফলে নতুন অ্যাপ ডেটা মুছে যেতে পারে।

Shera Lather
Link copied!