সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:২১ এএম

বর্ষায় ফোন-ল্যাপটপ সুরক্ষিত রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:২১ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বর্ষার সময় হঠাৎ বৃষ্টির কবলে পড়া খুব সাধারণ ঘটনা। এমন পরিস্থিতিতে প্রস্তুতি না থাকলে সঙ্গে থাকা স্মার্টফোন, ল্যাপটপ বা স্মার্টওয়াচের মতো প্রযুক্তিপণ্য নষ্ট হয়ে যেতে পারে।

যেহেতু এসব ডিভাইস আমাদের নিত্যসঙ্গী এবং মূল্যবান, তাই বর্ষাকালে এগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি।

নিচে বর্ষায় প্রযুক্তি ডিভাইস সুরক্ষিত রাখার কিছু কার্যকর পরামর্শ দেওয়া হলো—

ওয়াটারপ্রুফ পাউচ বা জিপলক ব্যাগ ব্যবহার করুন: বৃষ্টিতে বের হওয়ার সময় একটি ভালো মানের ওয়াটারপ্রুফ মোবাইল কভার বা জিপলক ব্যাগ সঙ্গে রাখুন। এটি বৃষ্টির ছিটা কিংবা হঠাৎ পানির সংস্পর্শ থেকে ডিভাইস রক্ষা করতে পারে।

ভেজা হাতে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন: ভেজা হাতে ফোন বা ল্যাপটপ চার্জে দেওয়া বিপজ্জনক। এতে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক শকের ঝুঁকি থাকে। ডিভাইস ও হাত সম্পূর্ণ শুকনো না হলে চার্জে দেবেন না।

ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন: বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতার কারণে ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ কার্যক্রম বেড়ে যায়, যা ব্যাটারি দ্রুত শেষ করতে পারে। চার্জিং সুযোগ না থাকলে ব্যাটারি সেভার মোড চালু রাখুন।

ফোন বা ল্যাপটপ ভিজে গেলে করণীয়: ডিভাইস ভিজে গেলে সঙ্গে সঙ্গে বন্ধ করে একটি শুকনো কাপড়ে মুছে ফেলুন। হেয়ার ড্রায়ার ব্যবহার না করে চাল বা সিলিকা জেলের মধ্যে ২৪–৪৮ ঘণ্টা রাখুন।

ডেটা ব্যাকআপ রাখুন: বর্ষায় ডিভাইস নষ্ট হওয়ার ঝুঁকি বেশি থাকায় প্রয়োজনীয় ফাইল, ছবি ও তথ্য Google Drive, iCloud বা অন্য কোনো ক্লাউড স্টোরেজে ব্যাকআপ রাখুন।

সিলিকা জেল বা ব্লটিং পেপার ব্যবহার করুন: ফোন কেসের ভেতরে সিলিকা জেল বা ব্লটিং পেপার রাখলে ভেতরের আর্দ্রতা শোষণ হয়। এটি ডিভাইস শুষ্ক রাখতে সহায়তা করে।

জলরোধী ও মজবুত কেস ব্যবহার করুন: যারা বাইকে চলাচল করেন, তাঁদের জন্য IP68 রেটিংযুক্ত বা মিলিটারি-গ্রেড সুরক্ষা সম্পন্ন ফোন কেস ব্যবহার করা উপযুক্ত। এটি পানি ও ঝাঁকুনি থেকে ফোনকে রক্ষা করে।

চার্জিং পোর্ট পরিষ্কার রাখুন: বৃষ্টির সময় ধুলা ও আর্দ্রতায় ইউএসবি বা লাইটনিং পোর্টে ময়লা জমে চার্জিং সমস্যা হতে পারে। নিয়মিত নরম ব্রাশ বা ব্লোয়ার দিয়ে পোর্ট পরিষ্কার করুন।

বৃষ্টিতে সরাসরি ফোনে কথা বলা এড়িয়ে চলুন: পানি-প্রতিরোধী ফোন হলেও বৃষ্টিতে সরাসরি কানে ফোন ধরা বিপজ্জনক। এ সময় ওয়্যার্ড হেডফোন বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করাই নিরাপদ।

Shera Lather
Link copied!