বর্তমানে একজন গ্রাহক এক নামে ১৫টি সিম রাখতে পারেন। তবে ১৫ আগস্টের পর ১০টির বেশি যাদের সিম রয়েছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আপনার নামে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা জরুরি, কারণ আপনার অজান্তে কেউ আপনার এনআইডি ব্যবহার করে সিম চালু করে থাকতে পারে।
সিম রেজিস্ট্রেশন চেক করার পদ্ধতি
আপনার ব্যবহৃত যেকোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক) থেকে এই তথ্য সহজেই জানতে পারবেন।
পদ্ধতি: মোবাইলে ডায়াল করুন: *16001#
কিছুক্ষণ পর ফিরতি মেসেজে আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা দিতে বলা হবে।
নির্ধারিত সংখ্যাগুলো দিয়ে সেন্ড করুন।
এরপর, আপনার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে রেজিস্টারকৃত সিমগুলোর তালিকা পাঠানো হবে।
প্রতিটি নম্বর আংশিক দেখানো হবে, যেমন: 88017*****123— এতে করে আপনি বুঝতে পারবেন কোন নম্বরটি আপনার।
আলাদা অপারেটর অনুযায়ী সেবা
গ্রামীণফোন: টাইপ করুন: info এবং পাঠান 4949 নম্বরে
অথবা লিখুন: Reg
পাঠান 4949 নম্বরেবাংলালিংক: ডায়াল করুন: *1600*2# অথবা *1600*1#
রবি: ডায়াল করুন: *1600*3# অথবা *1600*1#
এয়ারটেল: ডায়াল করুন: *121*4444#
টেলিটক: টাইপ করুন: info এবং পাঠান 1600 নম্বরে
চার্জ: এই সেবা সম্পূর্ণ ফ্রি। কোনো টাকা কাটা হবে না।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন