শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৫:৩১ পিএম

নরসিংদীর নাছিমা কাদির স্কুলের ৩২০ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৫:৩১ পিএম

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস্। ছবি- সংগৃহীত

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস্। ছবি- সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডে ভালো ফলাফলে এবারও চমক দেখিয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। ৩২০ পরীক্ষার্থীর মধ্যে ৩২০ জনেই পেয়েছে জিপিএ-৫। সর্বোচ্চ ফলাফলে শিক্ষার্থীদের ছিল বাধভাঙা উল্লাস।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২জন। এর মধ্যে পাশের দিক থেকে এগিয়ে মেয়েরা। এ ছাড়াও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরা।

নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের সংশ্লিষ্টরা জানান, এবার কেন্দ্রীয় ফলে জিপিএ-৫ কমলেও আমাদের স্কুলের পরীক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়েছে। এবার ৩২০ ছাত্র-ছাত্রীর পরীক্ষায় অংশ নেয় এবং সব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের বড় শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল:

১) নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস্

মোট পরীক্ষার্থী- ৩২০

মোট অকৃতকার্য- ০০

পাশের শতকরা হার- ১০০ শতাংশ

মোট জিপিএ-৫- ৩২০

মোট জিপিএ ৫-এর শতকরা হার- ১০০%

২) সেন্ট জোসেফ হাই স্কুল

মোট পরীক্ষার্থী- ১৬৪

মোট অকৃতকার্য- ০০

পাশের শতকরা হার- ১০০ শতাংশ

মোট জিপিএ-৫- ১৫০

মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৯১.৪৬%

 

৩) রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ

মোট পরীক্ষার্থী- ৮২৭

মোট অকৃতকার্য-০১

পাশের শতকরা হার- ৯৯.৮৮ শতাংশ

মোট জিপিএ-৫- ৭৩৩

মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৮৮.৬৩ শতাংশ

৪) আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ

মোট পরীক্ষার্থী- ৭৩৩

মোট অকৃতকার্য- ০১

পাশের শতকরা হার- ৯৯.৮৬ শতাংশ

মোট জিপিএ-৫- ৬০১

মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৮১.৯৯ শতাংশ

 

৫) হলি ক্রস গার্লস হাই স্কুল

মোট পরীক্ষার্থী- ২৩৪

মোট অকৃতকার্য-০০

পাশের শতকরা হার- ১০০ শতাংশ

মোট জিপিএ-৫- ১৯১

মোট জিপিএ ৫-এর শতকরা হার ৮১.৬২ শতাংশ

৬) ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ

মোট পরীক্ষার্থী- ৫৬৩

মোট অকৃতকার্য- ০১

পাশের শতকরা হার- ৯৯.৮২ শতাংশ

মোট জিপিএ-৫- ৪২১

মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৭৪.৭৮ শতাংশ

 

৭) শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ

মোট পরীক্ষার্থী- ৬৬২

মোট অকৃতকার্য- ০৬

পাশের শতকরা হার- ৯৯.০৯ শতাংশ

মোট জিপিএ-৫- ৪৫৩

মোট জিপিএ ৫-এর শতকরা হার= ৬৮.৪৩ শতাংশ

৮) ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ

মোট পরীক্ষার্থী- ২১১৬

মোট অকৃতকার্য- ৫৫

পাশের শতকরা হার- ৯৭.৪০ শতাংশ

মোট জিপিএ-৫- ১৩২৬

মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৬২.৬৭ শতাংশ

 

৯) সেন্ট গ্রেগরি হাই স্কুল

মোট পরীক্ষার্থী- ২৫৬

মোট অকৃতকার্য- ০৩

পাশের শতকরা হার- ৯৮.৮৩ শতাংশ

মোট জিপিএ-৫ -১৫৬

মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৬০.৯৪ শতাংশ

১০) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

মোট পরীক্ষার্থী- ২৬৪০

মোট অকৃতকার্য- ৫৪

পাশের শতকরা হার- ৯৭.৯৫ শতাংশ

মোট জিপিএ-৫-১৫৪৯

মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৫৮.৬৭

এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৭৯ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৭৭ জন। মেয়েদের মধ্যে পাশের হার ৭০. ৬৭ শতাংশ।

অন্যদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছেলে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৫৩ জন, যেখানে পাশ করেছেন ৪ লাখ ৫৫ হাজার ৪৭৭ জন। ছেলেদের মধ্যে পাশের হার ৬৫. ১১ শতাংশ।

এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯% বেশি পাশ করেছে এবং ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এর মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্রের সংখ্যা ৬৫ হাজার ৪১৬ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ৮ হাজার ২০০ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!