চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডে ভালো ফলাফলে এবারও চমক দেখিয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। ৩২০ পরীক্ষার্থীর মধ্যে ৩২০ জনেই পেয়েছে জিপিএ-৫। সর্বোচ্চ ফলাফলে শিক্ষার্থীদের ছিল বাধভাঙা উল্লাস।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২জন। এর মধ্যে পাশের দিক থেকে এগিয়ে মেয়েরা। এ ছাড়াও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরা।
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের সংশ্লিষ্টরা জানান, এবার কেন্দ্রীয় ফলে জিপিএ-৫ কমলেও আমাদের স্কুলের পরীক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়েছে। এবার ৩২০ ছাত্র-ছাত্রীর পরীক্ষায় অংশ নেয় এবং সব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের বড় শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল:
১) নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস্
মোট পরীক্ষার্থী- ৩২০
মোট অকৃতকার্য- ০০
পাশের শতকরা হার- ১০০ শতাংশ
মোট জিপিএ-৫- ৩২০
মোট জিপিএ ৫-এর শতকরা হার- ১০০%
২) সেন্ট জোসেফ হাই স্কুল
মোট পরীক্ষার্থী- ১৬৪
মোট অকৃতকার্য- ০০
পাশের শতকরা হার- ১০০ শতাংশ
মোট জিপিএ-৫- ১৫০
মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৯১.৪৬%
৩) রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ
মোট পরীক্ষার্থী- ৮২৭
মোট অকৃতকার্য-০১
পাশের শতকরা হার- ৯৯.৮৮ শতাংশ
মোট জিপিএ-৫- ৭৩৩
মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৮৮.৬৩ শতাংশ
৪) আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ
মোট পরীক্ষার্থী- ৭৩৩
মোট অকৃতকার্য- ০১
পাশের শতকরা হার- ৯৯.৮৬ শতাংশ
মোট জিপিএ-৫- ৬০১
মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৮১.৯৯ শতাংশ
৫) হলি ক্রস গার্লস হাই স্কুল
মোট পরীক্ষার্থী- ২৩৪
মোট অকৃতকার্য-০০
পাশের শতকরা হার- ১০০ শতাংশ
মোট জিপিএ-৫- ১৯১
মোট জিপিএ ৫-এর শতকরা হার ৮১.৬২ শতাংশ
৬) ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ
মোট পরীক্ষার্থী- ৫৬৩
মোট অকৃতকার্য- ০১
পাশের শতকরা হার- ৯৯.৮২ শতাংশ
মোট জিপিএ-৫- ৪২১
মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৭৪.৭৮ শতাংশ
৭) শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ
মোট পরীক্ষার্থী- ৬৬২
মোট অকৃতকার্য- ০৬
পাশের শতকরা হার- ৯৯.০৯ শতাংশ
মোট জিপিএ-৫- ৪৫৩
মোট জিপিএ ৫-এর শতকরা হার= ৬৮.৪৩ শতাংশ
৮) ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ
মোট পরীক্ষার্থী- ২১১৬
মোট অকৃতকার্য- ৫৫
পাশের শতকরা হার- ৯৭.৪০ শতাংশ
মোট জিপিএ-৫- ১৩২৬
মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৬২.৬৭ শতাংশ
৯) সেন্ট গ্রেগরি হাই স্কুল
মোট পরীক্ষার্থী- ২৫৬
মোট অকৃতকার্য- ০৩
পাশের শতকরা হার- ৯৮.৮৩ শতাংশ
মোট জিপিএ-৫ -১৫৬
মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৬০.৯৪ শতাংশ
১০) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মোট পরীক্ষার্থী- ২৬৪০
মোট অকৃতকার্য- ৫৪
পাশের শতকরা হার- ৯৭.৯৫ শতাংশ
মোট জিপিএ-৫-১৫৪৯
মোট জিপিএ ৫-এর শতকরা হার- ৫৮.৬৭
এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৭৯ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৭৭ জন। মেয়েদের মধ্যে পাশের হার ৭০. ৬৭ শতাংশ।
অন্যদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছেলে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৫৩ জন, যেখানে পাশ করেছেন ৪ লাখ ৫৫ হাজার ৪৭৭ জন। ছেলেদের মধ্যে পাশের হার ৬৫. ১১ শতাংশ।
এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯% বেশি পাশ করেছে এবং ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এর মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্রের সংখ্যা ৬৫ হাজার ৪১৬ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ৮ হাজার ২০০ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে।
আপনার মতামত লিখুন :