রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শুক্রবার (২৮ নভেম্বর) পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর প্রোগ্রামের আওতায় শিক্ষামেলা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টায় সিনেট ভবনে শিক্ষামেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের পরিচালক জেহান জেব খান ও পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান দাঙ্গাল।
মেলায় পাকিস্তানের ১৫টি শীর্ষ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে পাকিস্তান সরকার প্রদত্ত বাংলাদেশের জন্য ৫০০ শিক্ষার্থীকে ফুল ফান্ডেড স্কলারশিপের বিষয়ে অবগত করা হয়।
রাবিতে মেলাটির আয়োজনে সহায়তায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা দপ্তর, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন