চাঁদাবাজি দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে ভয়ঙ্কর প্রভাব ফেলছে এবং সামগ্রিক অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের সকল সেক্টর—গার্মেন্টস শিল্প, কলকারখানা, ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান, প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ী—চাঁদাবাজির শিকার হচ্ছে।’
তিনি বলেন, ‘গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বর্তমানে গার্মেন্টসসহ কলকারখানা চাঁদাবাজদের হুমকির সামনে অসহায়। প্রতিবাদ করলেই কারখানা বন্ধের হুমকি, হত্যার ভয় দেখানো, হামলা এবং ফ্যাসিস্ট তকমা দিয়ে মামলায় ফাঁসানোর ঘটনা ঘটছে। ঢাকা ও এর বাইরের এলাকা থেকে প্রতিদিনই এমন খবর পাওয়া যাচ্ছে।’
জিএম কাদের সম্প্রতি সাভারের হেমায়েতপুরে এক ব্যবসায়িকে চাঁদার দাবিতে তুলে নিয়ে মারধরের ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, “এ ধরনের ঘটনা দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন ঘটে চলেছে। ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলছেন না, কখনো পুলিশকে অভিযোগ করলেও কার্যকর প্রতিকার পাচ্ছেন না।”
জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘চাঁদাবাজি ব্যবসার খরচ বৃদ্ধি, বিনিয়োগে নিরুৎসাহ এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় বাধা।’
প্রশাসনের নির্লিপ্ততার কারণে দেশে আইনের শাসন ও সুশাসনের অভাবের কথাও উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন