ইতালিতে খুন হন মাদারীপুরের যুবক সাগর বালা। তার লাশ ২ মাস ৫ দিনের দীর্ঘ অপেক্ষা শেষে আজ কফিনে করে ফিরে এসেছে গ্রামের বাড়িতে।
ভাগ্য পরিবর্তনের স্বপ্নে দেশ ছাড়লেও শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরতে হলো তাকে। কফিন বাড়ির আঙিনায় পৌঁছাতেই স্বজনরা বুকভাসা কান্নায় ভেঙে পড়েন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল তিনটায় মরদেহবাহী গাড়ি থামতেই সবাই ছুটে আসে। এক পলক সাগরকে দেখার জন্য গ্রামজুড়ে হুমড়ি খেয়ে পড়ে মানুষ।
সাগর বালা জেলার রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।
পরিবার জানায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সাগর ইতালি যান। সেখানে দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। গত সেপ্টেম্বরে হঠাৎ নিখোঁজ হন।
কয়েকদিন পর, বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ইতালি পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহটি কালো ব্যাগে লোকানো অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ঘটে ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায়।
এদিকে, বাড়িতে চলছে সাগর বালার দাফনের প্রস্তুতি। স্বজনরা এখনো বিশ্বাস করতে পারছেন না, স্বপ্নের দেশ ইতালি থেকেই ছেলের প্রত্যাবর্তন হলো কফিনে ভরে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন