গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমার সূচনা হয়। আগামী মঙ্গলবার (০২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।
জোড় ইজতেমার প্রথম দিনেই বিশ্বের ১৭টি দেশ থেকে ৪৩৬ জন বিদেশি মুসল্লি অংশ নেন। তাদের মধ্যে পাকিস্তান থেকে ৩০৮ জন, ভারত থেকে ৭০ জন, কিরগিজস্তান থেকে ১০ জন, কানাডা থেকে ৯ জন, মিয়ানমার থেকে তিন জন, ইয়েমেন থেকে চার জন, চীন থেকে এক জন, সৌদি আরব থেকে ছয় জন, তিউনিসিয়া থেকে একজন, যুক্তরাজ্য থেকে সাত জন, ইটালি থেকে দুজন, নাইজার থেকে একজন, আফগানিস্তান থেকে ছয় জন, যুক্তরাষ্ট্র থেকে একজন, জার্মানি থেকে একজন ও জাপান থেকে একজন মুসল্লি এসে ময়দানে তাদের জন্য নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন।
শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত তিন চিল্লাধারী সাথি এবং কমপক্ষে এক চিল্লা লাগানো আলেমরাও জোড় ইজতেমায় নিয়ম অনুসারে অংশগ্রহণ করছেন।
শুক্রবার অনুষ্ঠিত বৃহত্তর জুমার নামাজে লাখো মুসল্লির উপস্থিতি ছিল লক্ষণীয়। ইমামতি করেন বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের।
বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। কারগুজারি করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান। বাদ জুমা মাওলানা ফারুক, বাদ আসর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা এবং বাদ মাগরিব আবারও দিল্লির মাওলানা আব্দুর রহমান বয়ান করবেন।
পাঁচ দিনব্যাপী এ জোড় ইজতেমা আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন