দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির বরিশাল ব্যুরো চিফ ও ‘নিউজ এডিটরস কাউন্সিল’, বরিশালের সভাপতি হাসিবুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন। সংগঠনটির নেতৃত্ব শুক্রবার বাদ জুমা ফলপট্টি রোডস্থ বরিশাল টাইমস অনলাইন নিউজ পোর্টালের অফিসে আসেন এবং রূপালী বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে গত ২৬ নভেম্বর রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় বিশেষ আয়োজন করা হয়। সেখানে বরিশালের সাংবাদিকদের এক ধরনের মিলনমেলা হয়।
শুক্রবার হকার্স ইউনিয়নের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. নেছার জোমাদ্দার, সহসভাপতি আবুল কালাম কালু, সাধারণ মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মাইনুল ইসলাম মনির, সাবেক সাধারণ সম্পাদক মাসুম সিকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ন ফরিদ, কোষাধ্যক্ষ মো. শাহিন হাওলাদার এবং কার্যনির্বাহী সদস্য মো. জসিম হাওলাদার।
এই সংগঠনের নেতাকর্মীরা রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করাসহ পত্রিকাটির ব্যুরো চিফ ও বরিশাল টাইমস পত্রিকার প্রকাশক হাসিবুল ইসলামের দীর্ঘায়ু কামনা করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন