জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির মধ্যে মারামারি ঘটেছে, এতে মো. পাগলা হযরত (২৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি হযরত। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
নিহত মো. পাগলা হযরত জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার মামলা নম্বর ১৪, জিআর মামলা নম্বর ২৪২(২)-২৫ এর আসামি ছিলেন।
অভিযুক্ত অপর হাজতি মো. রহিদুর মিয়া (৪০) বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।
কারাগারে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সঙ্গে রহিদুর মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় একাধিকবার আঘাত করেন। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জামালপুর জেলা কারাগারের লিপি রানী সাহা ফোনে জানান, ‘পাগলা হযরতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর হাজতি রহিদুর মিয়া বর্তমানে জামালপুর কারাগারে রয়েছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন