শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৬:০৩ পিএম

কড়াইল বস্তিতে জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করল আনসার-ভিডিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৬:০৩ পিএম

কড়াইল বস্তিতে জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করেছে আনসার-ভিডিপি। ছবি- রূপালী বাংলাদেশ

কড়াইল বস্তিতে জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করেছে আনসার-ভিডিপি। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত পরিবার মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে মারাত্মক মানবিক সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে বস্তির অভ্যন্তরে একটি জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সেবাকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মহাপরিচালক বলেন, ‘সেবাকেন্দ্রের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষকে প্রাথমিক মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে জরুরি খাদ্য, পানি ও অন্যান্য সহায়তা প্রদান করা, যাতে তাদের জীবনের নিরাপত্তা ও কিছুটা স্বস্তি নিশ্চিত হয়।’

২৫ নভেম্বর বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়লে ঘনবসতিপূর্ণ বস্তির শতাধিক ঘর অল্প সময়েই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে এবং অসংখ্য পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে।

মানবিক সেবাকেন্দ্র প্রতিদিন দুই বেলা প্রায় দুই হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করবে। এ ছাড়া নিরাপদ পানির চাহিদা পূরণের জন্য এলাকায় নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করবে এবং পানিবাহিত রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটেশন ব্যবস্থাকে শক্তিশালী করবে।

ঢাকা মহানগর আনসারের পরিচালক মোঃ আসাদুজ্জামান গনী সেবাকেন্দ্রের উদ্বোধন করেন এবং সার্বিক তত্ত্বাবধানে থাকেন। ক্ষতিগ্রস্ত মানুষ ইতোমধ্যে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করে স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে শিশু, নারী ও প্রবীণদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে।

মহাপরিচালক বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখে আনসার ও ভিডিপি ভবিষ্যতেও সকল সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।

Link copied!