প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। তবে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হতে পারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দণ্ডিত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই।
শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, জুলাইয়ের ঘটনাবলির অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ নেতৃত্বকে একসময় বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত ইতোমধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
তিনি আরও লেখেন, হাসিনার শক্তিশালী সমর্থক থাকলেও দিন দিন আরও স্পষ্ট হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল—যিনি ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত—শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি আলোচনায় আসবে।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘কামাল বা অন্য কোনো আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুন না কেন, দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং আগের সরকারের আমলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে আমরা দৃঢ় থাকতে পারি, তাহলে দায়ীদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া আরও কঠিন হয়ে উঠবে।’ ‘এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে…,’ লিখেছেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন