শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০১:১২ পিএম

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০১:১২ পিএম

শিরোপা হাতে পর্তুগালের ফুটবলাররা। ছবি- সংগৃহীত

শিরোপা হাতে পর্তুগালের ফুটবলাররা। ছবি- সংগৃহীত

পর্তুগিজ ফুটবলের পোস্টারবয় বলা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন এই কিংবদন্তি ফুটবলার। তাকে আইডল মেনে ফুটবল খেলতে শুরু করে দেশটির তরুণরা। আর তাদের হাত ধরেই এবার বিশ্বচ্যাম্পিয়ন হলো পর্তুগাল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কাতারের দোহায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনূর্ধ্ব–১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ।

এদিন ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ–প্রতিআক্রমণে খেলাকে জমিয়ে তোলে। তবে ৩২তম মিনিটে আনিসিও কাব্রালের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ডানদিক থেকে কুনহার অসাধারণ কাট-ব্যাক পাস ধরে বাঁ–পায়ের নরম টোয়ে গোল করেন কাব্রাল।

গোলটির পুরো কৃতিত্ব কুনহার নিখুঁত সিদ্ধান্ত এবং পাসের। ৪১তম মিনিটে স্পট–কিক থেকে লিড দ্বিগুণ করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল। প্রথমার্ধ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া। ৮০তম মিনিটে হোপম্যানের দূরপাল্লার শট কিংবা নুদুকের হেড লক্ষ্যে থাকলে ম্যাচে নতুন উত্তেজনা যোগ হতো। কিন্তু পর্তুগালের সলিড ডিফেন্স বারবারই দেয়াল হয়ে দাঁড়ায়। যোগ করা সময়েও গোল না পাওয়ায় অস্ট্রিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হয় সমতায় ফিরতে।

বল দখলে এবং আক্রমণেও এগিয়ে ছিল পর্তুগাল। পুরো ম্যাচে দু’দল মিলিয়ে হয়েছে ৪৩টি ফাউল, যা ম্যাচের লড়াই–ভরা পরিবেশকে আরও স্পষ্ট করে। শেষ বাঁশির পর পর্তুগালের তরুণেরা উল্লাসে মাতেন, এটাই তাদের দেশের ইতিহাসে প্রথম অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ শিরোপা জয়।

Link copied!