বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র গত সোমবার মারা যান। তার মৃত্যুতে সমগ্র ভারতে শোকের ছায়া নেমে এসেছে। এর আগেও তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এমন সময়ে অভিনেতার মৃত্যুকে ঘিরে মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
তার দাবি, ধর্মেন্দ্রর মৃত্যু নাকি কয়েক দিন আগেই হয়েছে, এখন বিষয়টি নিয়ে ‘নাটক’ করা হচ্ছে।
এদিকে, রাখির এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে দ্রুতই সমালোচনার জন্ম দেয়।
গত বুধবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সাংবাদিকরা ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাখি বলেন, ‘ধর্মেন্দ্রজি ২-৩ দিন আগেই মারা গেছেন, অনেকে আমাকে বলেছেন এ কথা। তিনি নিজেই তো আমার স্বপ্নে এসেছিলেন। হাসপাতালের চিকিৎসকরাও আমাকে এ কথা বলেছেন। আর এখন এসব নিয়ে নাটক চলছে।’
এখানেই অবশ্য শেষ নয়! কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য নিয়ে এত রাখঢাক করার দেওল পরিবারের সদস্যদের ওপর এমনিতেই ‘ক্ষিপ্ত’ ধর্মেন্দ্র অনুরাগীদের একাংশ। এমনকি অনেকে সানি-ববির সিনেমা বয়কট করার ডাকও দিয়েছেন।
এ প্রসঙ্গে রাখি বলেন, ‘আমার খুব খারাপ লেগেছে যে, ভক্তরা ধর্মেন্দ্রজিকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন না। তিনি পুরো বিশ্বের কাছে সুপারস্টার, আমারও হিরো।’
অভিনেত্রীর এহেন মন্তব্যের সঙ্গে নেটপাড়ার একাংশ সহমত পোষণ করলেও ধর্মেন্দ্রর শেষযাত্রা প্রসঙ্গে তার ‘নাটক’ শব্দটিতে আপত্তি প্রকাশ করেছেন অনেকে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন