একের পর এক প্রতারণার অভিযোগে আলোচনায় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। প্রথমে শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে আলোচনায় আসেন তিনি৷ এরপর তার বিরুদ্ধে মামলা করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।
এই অভিযোগ ও মামলার রেশ কাটতে না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছিলেন আরেক নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী।
সাধারণ ডায়েরির পর এবার প্রাণনাশের হুমকি ও ৭৫ হাজার টাকার শাড়ি আত্মসাতের অভিযোগে ৪০৬/৪২০/৫০৬ ধারায় তানজিন তিশার বিরুদ্ধে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আদালতে মামলা করেছেন সানায়া চৌধুরী।
মামলায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে মো. জিয়াদুর রহমানের আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
এ প্রসঙ্গে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
কিছুতেই তানজিন তিশার বিতর্ক থামছেই না। সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র প্রযোজক শরীফ খান ৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন তিশার বিরুদ্ধে। এরপর সিনেমাটির পরিচালক এম এন রাজ মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। তিনি স্পষ্ট করে ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘তিশা ভুল বিবৃতি দিচ্ছেন।’ পরিচালকের দাবি, তিশাকে টাকা দেওয়া হয়েছে। কাজ না করায় সেই টাকা তাকে ফেরত দিতেই হবে।
বলা দরকার, প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন তানজিন তিশা। চিত্রতারকা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় তাকে দেখা যাবে। প্রথম সিনেমায় নাম লেখিয়ে প্রতারণা অভিযোগের পাশাপাশি নানা বিতর্ক ও দুটি মামলায় জড়ালেন এই অভিনেত্রী।


-20251126021600.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন