সামাজিক মাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবন রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ। এই সমস্যার মুখোমুখি হয়ে এবার শিল্পা শেঠি আইনের পথে হাঁটলেন।
বলিউড অভিনেত্রীর অভিযোগ, তার অনুমতি ছাড়া তার ছবি ও ভিডিও ব্যবহার এবং বিভিন্ন কনটেন্টে প্রচারের অভিযোগে কিছু সংস্থার বিরুদ্ধে তিনি মুম্বাই হাইকোর্টে আবেদন করেছেন।
তার দাবি, অসংখ্য অননুমোদিত ওয়েবসাইটে তার ছবি ব্যবহার করে পণ্যের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
শিল্পার আইনজীবী রাইস খান জানিয়েছেন, শিল্পা বহু বছর ধরে নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে পরিচিতি গড়েছেন। তাই তার সুনাম ও মর্যাদা ব্যবহার করে কেউ বাণিজ্যিক সুবিধা নিতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হাইকোর্টে শিল্পার আবেদন, তার পরিচিতি ও সুনাম যেন সুরক্ষিত রাখা হয়।
এর আগে বলিউডের বহু তারকাও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। ঐশ্বর্য রাই বচ্চন, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন ও অক্ষয় কুমার প্রত্যেকেই অনধিকার ব্যবহারের অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন।
উল্লেখ্য, শিল্পা শেঠি ও স্বামী রাজ কুন্দর এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে আর্থিক জালিয়াতি, বিদেশে জন্মদিন উদযাপনকালে দুর্ব্যবহার এবং পর্ণকাণ্ডে নাম জড়ানো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন