মুক্তচিন্তার দূরন্ত প্রকাশ—এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে দৈনিক রূপালী বাংলাদেশ। দেখতে দেখতে নবযাত্রার ১ বছর পূর্ণ করল দৈনিক পত্রিকাটি। বর্ষপূর্তি উপলক্ষে দৈনিক রূপালী বাংলাদেশ-এর উত্তরোত্তর সাফল্য কামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের তারকারা।
রঙের মানুষ পাঠকদের জন্য তা তুলে ধরা হলো—
অভিনেতা আজিজুল হাকিম
দৈনিক রূপালী বাংলাদেশের বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা। দৈনিক রূপালী বাংলাদেশ আমার প্রিয় একটি পত্রিকা। সব মাধ্যমেই এগিয়ে যাচ্ছে দৈনিক রূপালী বাংলাদেশ।
সংগীতশিল্পী আসিফ আকবর
দৈনিক রূপালী বাংলাদেশ-এর ১ বছর পূর্তিতে প্রত্যাশা প্রথমসারির দৈনিক রূপান্তরিত হয়ে দেশের রাজনীতি, সংস্কৃতি, খেলাধুলাসহ সব সেক্টরে পত্রিকাটি ব্যাপক অবদান রাখুক। সংস্কৃতি ও খেলাধুলা ভবিষ্যত প্রজন্মকে ভবিষ্যতকে মজবুত করবে।
সবকিছু মিলিয়ে এই কৃষ্টি কালচার উন্নীত করতে পারে তা পত্রিকাটির কাছে অনুরোধ থাকবে। তারা যাতে এ বিষয়ে আরও গুরুত্ব দেয়। আমার চাওয়া সংস্কৃতি ও ক্রিয়া অঙ্গনের সিনিয়রদের সাথে কথা বলে সমস্যা বের করে সমাধানে পাশে থাকবে। সেই বিষয় আলোকপাত করলে রূপালী বাংলাদেশ আমাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে।
সংবাদ মাধ্যম জাতির বিবেক। এটি যদি রাষ্ট্রের প্রয়োজনে কোনো কাজে না লাগে তাহলে সেক্ষেত্রে আমরা ভিন্নতা খুঁজি। আশা করব, রূপালী বাংলাদেশ ব্যতিক্রম কিছু করবে। রূপালী বাংলাদেশকে ভালোবাসি, এগিয়ে যাক; দোয়া রইল।
চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি
নতুন সময়, নতুন দিন— নবযাত্রার ১ বছর পূর্ণ করল দৈনিক রূপালী বাংলাদেশ। বর্ষপূর্তি উপলক্ষে দৈনিক পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আশা করছি, দৈনিক রূপালী বাংলাদেশ দেশের সাংস্কৃতিক অঙ্গনের সংবাদকে প্রাধান্য দিবে। প্রিন্ট, অনলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সমানতালে এগিয়ে যাক রূপালী বাংলাদেশ। শুভকামনা দৈনিক রূপালী বাংলাদেশ।
সংগীতশিল্পী আঁখি আলমগীর
দৈনিক রূপালী বাংলাদেশ-এর এক বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা। পত্রিকাটি অনেক দূর এগিয়ে যাক। সবসময় শুভকামনা।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র
আমি ভারতীয় নাগরিক হলেও আমার পূর্ব পুরুষেরা বাংলাদেশে জন্মেছেন। সেই অর্থে নিজেকে একজন বাংলাদেশি নাগরিক হিসেবেও গণ্য করি।
বাংলাদেশের দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ১ বছরের জন্য অনেক অনেক শুভকামনা। পত্রিকাটি আরও বেশি সমৃদ্ধ হোক সেই কামনা করছি। সংস্কৃতি বিষয় মাথায় রেখে আরও ভালোভাবে এগিয়ে যাক রূপালী বাংলাদেশ।
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা
দৈনিক রূপালী বাংলাদেশ এক বছর পূর্ণ করল। এ রকম শত বছর পূর্ণ করুক সেই আশা ব্যক্ত করি।
অভিনেতা তৌসিফ মাহবুব
বর্ষপূর্তিতে দৈনিক রূপালী বাংলাদেশকে অনেক অনেক শুভকামনা। আশা করছি, পত্রিকাটি সুস্থ সংস্কৃতির সঙ্গে আছে এবং আগামীতেও থাকবে। ভালোর সঙ্গে সবসময় থাকবে সেই প্রত্যাশা করি।
অভিনেত্রী পায়েল মুখার্জী
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
যেভাবে একটি বছর অনেক সাফল্যের সঙ্গে কাটিয়েছে সেভাবেই বাকি দিনগুলো আরও বেশি সাফল্যমণ্ডিত হোক। রূপালী বাংলাদেশের প্রতিটি প্ল্যাটফর্ম সমানভাবে এগিয়ে যাক সেই কামনা করি।
চিত্রনায়িকা তমা মির্জা
দৈনিক রূপালী বাংলাদেশ এক বছর পূর্ণ করেছে। এক বছর দেখতে দেখতে চলে যায়। আরও অনেক পথচলা বাকি।
আমি যেমন তাদের সাথে আছি তারাও আমাদের সাথে থাকবে— সেই প্রত্যাশা করি। এভাবে সুন্দরভাবে তাদের পথচলা অবহ্যাত থাকুক।
জিনাত হাকিম
দৈনিক রূপালী বাংলাদেশ— নামটির ভেতরেই একটা রূপালী ব্যাপার আছে। রূপালী মানেই আমাদের কাছে একটা ঝলমলে ব্যাপার।
দৈনিক রূপালী বাংলাদেশ দেশের অনন্যা সংবাদের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের সংবাদ সুন্দরভাবে উপস্থাপন করছে। পত্রিকাটির আমি নিয়মিত পাঠক। বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা।
অভিনেত্রী সাবিলা নূর
এক বছর পূর্ণ করেছে দৈনিক রূপালী বাংলাদেশ। পত্রিকাটির জন্য আমার অনেক অনেক শুভকামনা। আশা করব, সব মাধ্যমে তারা এগিয়ে যাবে।
এছাড়াও বর্ষপূর্তিতে আরও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস, জিনাত শানু স্বাগতা, কাজী নওশাবা আহমেদ, ইমু শিকদার, এলিনা শাম্মী, শানারেই দেবী শানু, অহনা রহমান, সংগীতশিল্পী মিলা ইসলাম, রত্না দাস, ফাতিমা তুয যাহরা ঐশী, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, অভিনেতা শামীম জামান, সাব্বির আহমেদ, চাষী আলম, ইমতু রাতিশ, রাশেদ সীমান্ত, চিত্রনায়িকা তানহা তাসনিয়া, মৌ খান, উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনা প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন