থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল মঞ্চে অংশ নিয়ে ১৯ দিন পর দেশে ফিরলেন তানজিয়া জামান মিথিলা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, ‘আমি একটু সরাসরি বলছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব নয়। সেরা ৩০-ই শেষ। এর বেশি তারা দেবে না। বিজয়ী হতে চাইলে আমাদের আরও অনেক কাজ করতে হবে।’
তার ভাষ্য, ‘সেরা ৩০-এ যারা জায়গা পেয়েছেন, প্রত্যেকেই মুকুট পাওয়ার মতো শক্তিশালী প্রতিযোগী ছিলেন।’
মিথিলা আরও বলেন, ‘বাংলাদেশ থেকে এবারই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। এটা আমাদের কাছে বড় অর্জন। আমি বাংলাদেশের জন্য এক ধরনের পরিবর্তন এনেছি। দেশের মানুষ যে সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে—এর জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতে যারা এই মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের পাশে থাকব।’
প্রতিযোগিতায় বিকিনি পরার কারণে দেশে সমালোচিত হতে হয় তাকে। এ বিষয়ে মিথিলা বলেন, ‘ক্লোজড-ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইম স্যুট—এই চার বিষয়ে মার্কিং করা হয়। এগুলো ভালো করতে না পারলে সেরা ৩০-এ যাওয়াই কঠিন।’
তিনি আরও বলেন, আমি সুইম স্যুট রাউন্ডেই এগিয়ে ছিলাম। বিকিনি আমি প্রথম পরিনি, আগেও অনেকে পরেছে। আমি দেশকে কোনোভাবেই ছোট করিনি।’ মিথিলা জানান, দেশে ফেরার আগেই তিনি একটি সিনেমার অফার পেয়েছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘থার্সডে নাইট’।
এ বছরের আসরকে কেন্দ্র করে ছিল নানা বিতর্ক। প্রতিযোগিতা শুরুর আগে আয়োজকদের হাতে অপমানিত হন মেক্সিকোর অংশগ্রহণকারী ফাতিমা বশ—এ নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সব আলোচনা-সমালোচনার পর ২৫ বছর বয়সী এই সমাজকর্মীই হন এবারের বিজয়ী।
প্রথম রানারআপ হন মিস থাইল্যান্ড প্রবিনার সিং। এর আগেই নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ বলে অভিযোগ তুলে দু’জন বিচারকের পদত্যাগে আয়োজনে উত্তেজনা আরও বাড়ে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন