ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বাকড়ি বাজারে এ কর্মসূচির আয়োজন করে হরিশংকরপুর ইউনিয়নবাসী।
মানববন্ধনে স্থানীয় মাতব্বর নজরুল ইসলাম, নাদের বিশ্বাস, মুকুল মেম্বর ও মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ এবং তার সহযোগী কবির, রাশেদ, জিল্লু ও অঞ্জন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন