ইংল্যান্ডে নিজের ব্যক্তিগত বাসভবন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আগামী ৩০ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলবেন কোহলি।
আগামী ৩০ নভেম্বর রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোহলির এই সিরিজের অভিযান। দেশে ফেরার পর কোহলি সরাসরি দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে অংশ নেবেন বলে জানা গেছে।
কোহলির সঙ্গে এই সিরিজে অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মাও ফিরেছেন, যাকে বিসিসিআই এই সিরিজের জন্য দলভুক্ত করেছে।
৩৭ বছর বয়সী কোহলির এর আগে, জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছিলেন গত অক্টোবরের শেষভাগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে।
সেই সিরিজে প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারলেও, শেষ ওডিআইতে রোহিত শর্মার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ৭৪ রানের* একটি ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন