অ্যাশেজের দিন-রাতের দ্বিতীয় টেস্টের আগে গাব্বার উইকেট প্রস্তুতকারী দল জানাল, আসন্ন এই ম্যাচে ব্যাটসম্যান ও বোলার—উভয় পক্ষই যেন সমান সুযোগ পায়, সে লক্ষ্যেই তৈরি করা হচ্ছে উইকেট। কিউরেটর দেব স্যান্ডুরস্কি প্রতিশ্রুতি দিয়েছেন, ঐতিহ্যবাহী এই মাঠে একটি ভারসাম্যপূর্ণ উইকেটের দেখা মিলবে।
সম্প্রতি গাব্বায় অনুষ্ঠিত একটি দিন-রাতের শেফিল্ড শিল্ড ম্যাচের অভিজ্ঞতা কিউরেটরদের এই পরিকল্পনাকে আরও দৃঢ় করেছে। সেই ম্যাচেই দেখা গিয়েছিল ব্যাট ও বলের দারুণ সমন্বয়।
স্যান্ডুরস্কি জানান, শিল্ড ম্যাচটি তাদের জন্য একটি মডেল হিসেবে কাজ করেছে। সেই ম্যাচে কুইন্সল্যান্ডের ওপেনার ম্যাট রেনশ প্রথম ইনিংসে ১১৪ রানের অসাধারণ ইনিংস খেলেন, যা উইকেটে ভালো ব্যাটিংয়ের সুযোগের ইঙ্গিত দেয়।
অন্যদিকে, পেসার জেভিয়ার বার্টলেট দ্বিতীয় ইনিংসে ৭২ রানের পাশাপাশি ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রমাণ করেন, শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের জন্যও উইকেটে যথেষ্ট সহায়তা রয়েছে।
কিউরেটর স্যান্ডুরস্কি বলেন, শিল্ড ম্যাচটিই দেখিয়ে দিয়েছে—গাব্বার উইকেটে ভালো ব্যাটিং ও শৃঙ্খলাবদ্ধ বোলিং উভয়ই পুরস্কৃত হয়।
আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া টেস্টকে সামনে রেখে কিউরেটর দল বাড়তি প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। শিল্ড ম্যাচ দ্রুত শেষ হওয়ায় টেস্ট উইকেটের প্রস্তুতির জন্য তারা একটি অতিরিক্ত দিন হাতে পেয়েছেন।
স্যান্ডুরস্কি বলেন, অতিরিক্ত একদিন পাওয়ায় প্রায় ১০ দিনের প্রস্তুতিসূচি ঠিকভাবে অনুসরণ করা সহজ হচ্ছে। তবে তিনি ব্রিসবেনের প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ নিয়েও সতর্ক। গরমের কারণে উইকেট দ্রুত শুকিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন