পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর অন্যতম প্রভাবশালী দল করাচি কিংস আগামী ১০ বছর ধরে তাদের বর্তমান মালিকানার অধীনেই লিগে অংশগ্রহণ চালিয়ে যাবে। ২০২৬ সালে পিএসএলের ১১তম মৌসুম শুরু হওয়ার ঠিক আগে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি সামনে আসল।
খবর অনুযায়ী, করাচি কিংস পিএসএলের শুরু থেকেই সবচেয়ে মূল্যবান দলগুলোর মধ্যে বিবেচিত ছিল। বর্তমানে দলটির বাজার মূল্য ৬৪ কোটি পাকিস্তানি রুপি, যা শুধুমাত্র লাহোর কালন্দার্স-এর পরই দ্বিতীয় স্থানে রয়েছে।
বর্তমান মালিক সালমান ইকবাল-এর নেতৃত্বে করাচি কিংস ২০২০ সালে প্রথমবারের মতো পিএসএলের শিরোপা জিতেছিল। নতুন করে চুক্তি নবায়নের পর, দলটি এখন তাদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আরও শক্তিশালী রূপে মাঠে নামার প্রস্তুতি নেবে।
পিএসএল-এর সিইও সালমান নাসির এই চুক্তি নবায়নে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, করাচি কিংস পিএসএল যাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। তারা লিগকে প্রতিনিয়ত নতুন শক্তি, উদ্যম ও মান এনে দিয়েছে।
আমরা আনন্দিত যে, আগামী ১০ বছর ধরে সালমান ইকবাল এবং তার দল আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন এবং আশা করি তারা ভবিষ্যতে আরও বড় অবদান রাখবেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর চেয়ারম্যানও করাচি কিংসের মালিক সালমান ইকবাল এবং তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, করাচি কিংসের মালিকদের এই নবায়ন সিদ্ধান্ত পিএসএলের শক্তি ও সম্ভাবনার প্রতিফলন। তারা লিগের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দেশ-বিদেশে দলের প্রতি উন্মুখ সমর্থনের কারণ হয়ে উঠেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন