নানা অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম।
অভিযান সূত্র জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার রাইসা ব্রিকস, বর্ষা ব্রিকস, চিৎলার হিরো ব্রিকস ও দেশ ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওসব ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম বলেন, মালিকরা ইটভাটার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে চারটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন প্রমুখ। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন