মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১১:০২ এএম

ধর্মেন্দ্রর ৪৫০ কোটি সম্পত্তির ভাগ পাবেন কারা?

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১১:০২ এএম

অভিনেতা ধর্মেন্দ্র পরিবার। ছবি- সংগৃহীত

অভিনেতা ধর্মেন্দ্র পরিবার। ছবি- সংগৃহীত

চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। গেল সোমবার (২৪ নভেম্বর) ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেতা। মুম্বাইয়ের পবন হংস শ্মশানে অভিনেতাকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, অভিষেক বচ্চন থেকে শুরু করে একাধিক তারকা।

এদিকে অভিনেতার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সম্পত্তির উত্তরাধিকার নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা।

ধর্মেন্দ্র তার দুই স্ত্রী প্রকাশ কৌর, হেমা মালিনী এবং ছয় সন্তান—সানি, ববি, বিজেতা, অজিতা ও এষা, অহনাকে রেখে গেছেন। সেই সঙ্গে রেখে গেছেন ৪৫০ কোটির সম্পত্তি।

এই বিশাল সম্পত্তি কীভাবে ভাগ হবে, তা দুটি বিষয়ের ওপর নির্ভর করবে। যদি ধর্মেন্দ্র একটি বৈধ উইল করে গিয়ে থাকেন, তবে তার উইলে লেখা ইচ্ছাই চূড়ান্ত বলে গণ্য হবে।

তিনি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, সন্তান বা অন্য কাউকে তার সম্পত্তির অংশ দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রাখতেন। উইল না থাকলে, হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬ অনুযায়ী সম্পত্তি বণ্টন হবে। সেক্ষেত্রে তার স্ব-অর্জিত সম্পত্তি মোট সাতটি সমান ভাগে বিভক্ত হবে।

প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং ছয় সন্তান প্রত্যেকে সাত ভাগের এক ভাগ করে পাবেন। আইনত প্রথম বিবাহ বহাল থাকায়, হেমা মালিনী সরাসরি উত্তরাধিকারী হিসেবে কোনো অংশ পাবেন না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, দ্বিতীয় বিবাহ থেকে জন্মানো কন্যারা পিতার সম্পত্তিতে সম্পূর্ণ আইনি অধিকার পাবেন।

ধর্মেন্দ্র তার অভিনয়, রিয়েল এস্টেট এবং ব্যবসা থেকে এই বিশাল সম্পদ গড়ে তোলেন। তার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো লোনাওয়ালার খান্ডালায় অবস্থিত ১০০ একরের ফার্মহাউস, যার আনুমানিক মূল্য প্রায় ১২০ কোটি। এই ফার্মহাউসে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন।

ছেলে ববি দেওল নিশ্চিত করেছেন, ধর্মেন্দ্র এই ফার্মহাউসে তার প্রথম স্ত্রী প্রকাশ কৌর-এর সঙ্গে থাকতেন। তিনি জানান, বার্ধক্যে তারা দুজনেই সেখানে শান্তি ও স্বাচ্ছন্দ্য খুঁজে পেয়েছিলেন। ফার্মহাউসে তিনি চাষাবাদ করতেন এবং তার নিজস্ব হসপিটালিটি ব্যবসা ও প্রযোজনা সংস্থা বিজয়তা ফিল্মস তার আয়ের অন্যতম উৎস ছিল।

বিলাসবহুল গাড়ির প্রতি তার শখ থাকলেও, পুরোনো গাড়ির প্রতি তার টান ছিল বেশি। ধর্মেন্দ্রর সংগ্রহে ছিল মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, মার্সিডিজ বেঞ্জ SL500 এবং ল্যান্ড রোভার, রেঞ্জ রোভারের মতো দামি গাড়ি। তবে, সবচেয়ে প্রিয় ছিল ৬৫ বছরের পুরোনো একটি ফিয়াট গাড়ি।

রূপালী বাংলাদেশ

Link copied!