শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১১:০৯ পিএম

অস্ত্র ঠেকিয়ে কৃষকের গরু নিয়ে গেল ডাকাতদল, ছুরিকাঘাতে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১১:০৯ পিএম

আহতদের মধ্যে তিনজন। ছবি- রূপালী বাংলাদেশ

আহতদের মধ্যে তিনজন। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষক আব্দুল মোতালিব মিয়ার বাড়িতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তিনটি গরু ও একটি খাসি লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে তিন জন্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বাঘব গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই বাড়ির কৃষক মোতালিব মিয়া (৫২), আলম মিয়া (৪৮), মনির হোসেন (৪৫) ও গৃহবধূ ফাতেমা আক্তার (৪০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি পিকআপ ভ্যানে করে আসা ৭-৮ জনের একদল ডাকাত রামদা, লোহার রড, ছুরি ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোতালিব মিয়ার বাড়ি ঘিরে ফেলে। টের পেয়ে তিনি ঘর থেকে বের হলে ডাকাতরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে গরু ও খাসি পিকআপে তুলে নেয়।

একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা মোতালিব, আলম, মনির হোসেন ও গৃহবধূ ফাতেমা আক্তারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তারা লুট করা গরু ও খাসি নিয়ে দুইটি পিকআপে করে পালিয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে রূপগঞ্জের কাঞ্চন, পূবেরগাঁওসহ চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

Link copied!