বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১০:৩৯ পিএম

আলতাফ চৌধুরীর মন্তব্যে ক্ষোভ: পটুয়াখালী জেলা বিএনপির প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১০:৩৯ পিএম

পটুয়াখালী জেলা বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালী জেলা বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন। ছবি- রূপালী বাংলাদেশ

বিভ্রান্তিকর ও ভিত্তিহীন মন্তব্যের প্রতিবাদে বিশেষ সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী জেলা বিএনপি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলা কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ দলীয় নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে তারা জানান, গত ২৬ নভেম্বর বদরপুর ইউনিয়নের এক জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর জেলা কমিটির কর্মকাণ্ড নিয়ে বানোয়াট, বিভ্রান্তিকর ও দায়িত্বহীন মন্তব্য করেছেন। তাদের দাবি, এসব বক্তব্য দলের মধ্যে বিভাজন সৃষ্টি ও নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা।

জেলা বিএনপি নেতারা বলেন, মনোনয়ন ঘোষণার আগেই পটুয়াখালী-১ আসনের তিন উপজেলায় তারা নিয়মিত প্রচারণা চালিয়েছেন। মিটিং-মিছিল, ৩১ দফা প্রচার এবং কমলাপুর-মুরাদিয়া জনসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিই তার প্রমাণ। কিন্তু মনোনয়ন পাওয়ার পর আলতাফ চৌধুরী নির্বাচিত জেলা কমিটির সঙ্গে বসেননি; বরং নিজ বাসভবনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণা করছেন এবং একজন পদবিহীন ব্যক্তিকে প্রধান সমন্বয়কারী হিসেবে নিয়োজিত করেছেন, যা ত্যাগী নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন চৌধুরীর ব্যবহৃত ‘চোরায় না শোনে ধর্মের কাহিনী’ বক্তব্যকে অনভিপ্রেত, অপমানজনক ও গঠনতন্ত্রবিরোধী বলে উল্লেখ করা হয়। তারা বলেন, কাউন্সিলরদের ভোটে নির্বাচিত কমিটি কারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দে বাতিল হয় না এবং নেতৃত্বকে অবমূল্যায়ন করার অধিকার কোনো ব্যক্তির নেই।

শেষে জেলা বিএনপি জানায়, তারা আলতাফ চৌধুরীর বিভ্রান্তিকর বক্তব্য সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

Link copied!