কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাড়িচালক জাহিদ আহমেদের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার আশার মোড় এলাকায় কর্মস্থলের পাশের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ আহম্মেদ রংপুরের কাউনিয়া উপজেলার ভুতছড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে স্ত্রী মীম আক্তার তাদের ছয় বছরের একমাত্র মেয়ে জাকিয়া জান্নাতকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যান। দুপুরে মাদ্রাসা ছুটি শেষে বাসায় ফিরে তিনি দেখেন, ঘরের দরজায় তালা লাগানো। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি খোলা জানালা দিয়ে উঁকি দিলে ঘরের ধরনায় স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ দৃশ্য দেখে তিনি কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাগেশ্বরী থানার এসআই নাদিম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।


-20251127162140.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন