বাংলাদেশে প্রতিহিংসা ও ফ্যাসিবাদী রাজনীতির যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, তরুণ প্রজন্ম রক্ত দিয়ে নতুন ধারার জনবান্ধব ও ঐক্যের রাজনীতির ভিত্তি তৈরি করেছে। তাই নতুন বাংলাদেশে পুরোনো ধাঁচের ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তারা দেশে টিকতে পারবে না।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. খালিদুজ্জামান বলেন, গত স্বৈরাচারী সরকার আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, মিছিলের অধিকার কেড়ে নিয়েছে। সেই সরকারের তৈরি করা নিয়ম-কানুনই আজ তাদের বিচারের পথে নিয়ে যাচ্ছে।
১৭ বছরের আন্দোলনে নারীদের অবদানের বিশেষ প্রশংসা করে তিনি বলেন, আমাদের মা-বোনদের ভূমিকা অতুলনীয়। অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন হাতের চুরি খুলে দিয়েছেন, গাড়ি দিয়েছেন, রান্না করে খাবারের আয়োজন করেছেন এবং রাস্তায় নেমে আন্দোলনকে শক্তিশালী করেছেন।
তিনি দাবি করেন, ৫ আগস্টের পর দেশের ক্রান্তিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বই ভবিষ্যতের বাংলাদেশে কাণ্ডারি হিসেবে উত্থানকে ইঙ্গিত দিচ্ছে। সে হিসেবে বলতে পারি, আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন ডা. শফিকুর রহমান, ইনশাআল্লাহ, বলেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন