রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনের সিটকে কেন্দ্র করে শাহ মখদুম হলের এবং নবাব আব্দুল লতিফ হলের দুই শিক্ষার্থীর মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। এর জেরে নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক ও হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (জিএস) নুরুল ইসলাম শহীদ ওই শিক্ষার্থীকে ‘উল্টো করে ঝুলিয়ে’ পেটানোর হুমকি দিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শাহ মখদুম হলের সামনে এই ঘটনা ঘটে।
হলের ক্যান্টিনে তর্কে জড়ানো শিক্ষার্থীরা হলেন শাহ মখদুম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ মাসুদ এবং নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থী আরিফ।
প্রত্যক্ষদর্শী এবং দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, জুম্মার নামাজের পর মাসুদ হলের ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় তার পাশে বসতে চান আরিফ। মাসুদ একটু অপেক্ষা করতে বলেন। পরে উভয়ে এক টেবিলে বসেন। এক পর্যায়ে আরিফ মাসুদের পরিচয় জানতে চাইলে মাসুদ চটে যান। এরপর তাদের মধ্যে তর্কাতর্কি হয়।
মাসুদ বলেন, ‘আমি উনাদের একটু অপেক্ষা করতে বলি, কিন্তু তারা সেটা মানে না। এরপর তারা আমার পরিচয় জানতে চায়। এর পরে আমাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে তারা আরও কয়েকজন শিক্ষার্থীকে ডাকে এবং তারা এসে হুমকি দেয়।’
অন্যদিকে আরিফ বলেন, ‘আমি উনাকে একটু সরে বসতে বলি, কিন্তু উনি তা না করে আমার ওপর চটে যান। আমি পরিচয় জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে যান এবং গালি দেন।’
দুই হলের শিক্ষার্থীর তর্কাতর্কির ঘটনার পরে শাহ মখদুম হলের সামনে আসেন নবাব আব্দুল লতিফ হলের জিএস নুরুল ইসলাম শহীদ। তিনি এবং তার সঙ্গে থাকা শিক্ষার্থীরা মাসুদের ওপর তর্কাতর্কি শুরু করেন। এতে মাসুদের পক্ষ নেন উপস্থিত কয়েকজন শিক্ষার্থী। এক পর্যায়ে নুরুল ইসলাম শহীদ মাসুদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি ওই হলের দায়িত্বপ্রাপ্ত। আমি আসব। তুই কে রে? তোকে ফারদার বললাম, এরকম আর হলে লতিফ হলে সামনে উল্টো ঝুলায়ে মারব। শুকরের বাচ্চা। ওর রাহট আছে, ও লতিফ হলে খেতে যাবে।’
পরে অন্যপাশ থেকে এক শিক্ষার্থী তাকে গালি দেন। এরপর তিনি আরও চটে গিয়ে বলেন, ‘ও গালি দেয় কেন? ও গালি দেয় কেন? শুকরের বাচ্চা।’
এ বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম শহীদ বলেন, ‘আমার হলের শিক্ষার্থীর সঙ্গে এমন ঝামেলা হওয়ায় কষ্টে বলে ফেলেছি। আমার এটি বলার কোনো ইচ্ছা ছিল না। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে খোঁজ নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করছি।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন