নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার ডাকসুর জিএস পদও।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে একাধিক অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। পরে বিষয়টি সিন্ডিকেটে উত্থাপিত হলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে একাডেমিক কাউন্সিল।
চলতি বছরের ৪ সেপ্টেম্বর ও ৯ এপ্রিল দুটি পৃথক সিন্ডিকেট সভায় জালিয়াতির মাধ্যমে এমফিল ভর্তি নেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয় এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়।
এ ছাড়া গত ২৫ ফেব্রুয়ারির সিন্ডিকেট সভায় ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে জিএস প্রার্থী রাশেদ খান ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল্লাহ হকের আবেদনের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।
তদন্তের সব প্রতিবেদন বিবেচনায় নিয়ে গোলাম রাব্বানীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে ‘অভিযোগসিদ্ধ’ হিসেবে মত দেয় সংশ্লিষ্ট কমিটি। তার ভিত্তিতেই একাডেমিক কাউন্সিল সর্বশেষ এই সিদ্ধান্ত বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন