ব্যবহারকারীদের জন্য নিয়মিত গুরুত্বপূর্ণ বিভিন্ন ফিচার যুক্ত করে হোয়াটসঅ্যাপ। এর ফলে জনপ্রিয় এ মেসেজিং প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের অভিজ্ঞতা হয় আরও ভালো।
সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত মেটা মালিকানাধীন এই অ্যাপে অনেক ফিচার রয়েছে- যা এখনো জানেন না ব্যবহারকারীরা।
আসুন সেসব ফিচার সম্পর্কে জেনে নিই-
১. হোয়াটসঅ্যাপ চালু কারো চ্যাটে গেলেই নিচের দিকে দেখা যায় বেশ কয়েকটি আইকন। তার মধ্যে থাকে ক্যামেরা, ডকুমেন্ট ও মাইক্রোফোন। ওই মাইক্রোফোনে ক্লিক করলে পাঠানো যায় ভয়েস মেসেজ।
কিন্তু কিবোর্ডে থাকে আরও একটি মাইক্রোফোন। সেটির ব্যবহার জানেন? সেটিংসে গিয়ে ভাষা পরিবর্তন করে নিয়ে ওই মাইক্রোফোন ক্লিক করে আপনি যা বলবেন সেটাই ওই ভাষায় টাইপ হয়ে স্ক্রিনে আসবে। ফলে আপনাকে আর পরিশ্রম করে টাইপ করতে হবে না।
২. যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপের কিবোর্ডই হয়ে উঠতে পারে স্ক্যানার? আপনি কাউকে কোনো লেখা পাঠাতে চাইছেন। এতদিন খাতায় লেখার ছবি তুলে পাঠাতেন। আর সেকাজ করবেন না। মেসেজে ট্যাপ করলেই পাবেন অটোফিল অপশন। তাতে ক্লিক করলেই কিবোর্ডটি হয়ে যাবে স্ক্য়ানার। ছবি তুলে যে লেখা পাঠাচ্ছিলেন, সেটা স্ক্য়ান করে পাঠিয়ে দিন।
৩. হোয়াটসঅ্যাপে রয়েছে মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশনও। এই ফিচার ব্যবহারে ভয়েস মেসেজ লিখিত আকারে দেখতে পাবেন। তাতে পথেঘাটে মানুষের মধ্যে থাকলে আর হেডফোন খুঁজে শুনতে হবে না।
এটার জন্য প্রথমে যেতে হবে সেটিংসে। তারপর অন করতে হবে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশন। এরপর পছন্দ করতে হবে ভাষা। যেকোনো ভয়েস মেসেজ লিখিত আকারে পেয়ে যাবেন স্ক্রিনে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন