স্মার্টফোন এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু অনেকেই বাজার থেকে বা অনলাইন প্ল্যাটফর্মে ফোন কিনতে গিয়ে ঠকেন। না জেনেই চোরাই বা ক্লোনড মোবাইল ফোন কিনে ফেলেন। এর ফলে আর্থিক ক্ষতির সঙ্গে ভবিষ্যতে আইনি সমস্যার ঝুঁকিতে পড়তে পারেন। তাই ফোনটি আসল না নকল, নতুন না চোরাই- তা যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তবে জেনে নিই, কীভাবে সহজেই বুঝবেন আপনার ফোনটি বৈধ কি না।
১. আইএমইআই নম্বর দিয়ে যাচাই করুন
আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) হচ্ছে ফোনের একটি ইউনিক নম্বর, যেটি ব্যবহার করে ফোনটি বৈধ কি না তা যাচাই করা যায়।
আইএমইআই জানার উপায়:
ফোনের ডায়ালারে *#06# চাপুন। অথবা Settings > About Phone > IMEI দেখুন।
চেক করার জন্য: ভিজিট করুন https://neir.btrc.gov.bd, IMEI বসিয়ে ‘Check’ করুন।
ফলাফল দেখলে বুঝবেন:
Valid and Registered: ফোনটি বৈধ।
Invalid or Not Registered: ফোনটি চোরাই বা ক্লোনড হতে পারে।
২. ফোনের বক্স ও রশিদ যাচাই করুন
নতুন ফোন কিনলে অবশ্যই বক্স ও ক্রয় রশিদ থাকবে।
বক্সে থাকা IMEI নম্বরটি ফোনের সেটিংস বা *#06# দিয়ে পাওয়া নম্বরের সঙ্গে মিলিয়ে নিন।
যদি নম্বর না মেলে, তবে এটি ক্লোনড বা পুনর্বিক্রয় হওয়া ফোন হতে পারে।
৩. আইক্লাউড বা গুগল অ্যাকাউন্ট লক রয়েছে কি না
iPhone হলে: ফোন চালু করে দেখুন Activation Lock (iCloud ID) রয়েছে কি না। থাকলে ফোনটি চোরাই হওয়ার সম্ভাবনা আছে।
Android হলে: Find My Device চালু থাকলে সেটি বিক্রেতা দিয়ে রিসেট করিয়ে নিন।
৪. দাম অস্বাভাবিকভাবে কম? সতর্ক হোন
বাজারদরের তুলনায় অনেক কম দামে ফোন পাওয়া গেলে সাবধান হোন।
চোরাই বা নকল ফোন সাধারণত কম দামে বিক্রি হয়।
বিক্রেতা অতিরিক্ত তাগিদ দিলে বা রশিদ দিতে না চাইলে তা সন্দেহজনক হতে পারে।
৫. পুরোনো ফোন কিনলে বিক্রেতার তথ্য নিন
সেকেন্ড হ্যান্ড ফোন কিনছেন?
বিক্রেতার আইডি কার্ডের কপি, বিক্রয় রশিদ ও ফোনের ইতিহাস চেয়ে নিন।
কোনো অ্যাকাউন্ট বা লক থাকলে তা ক্লিয়ার করতে বলুন।
ফোন কেনার আগে একটু সচেতন হলেই আপনি চোরাই বা ক্লোনড ফোন থেকে নিজেকে বাঁচাতে পারেন। শুধু নতুন ফোন নয়, পুরোনো ফোন কিনলেও উপরোক্ত বিষয়গুলো যাচাই করা বাধ্যতামূলক। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলতে পারে—তাই ফোন কেনার আগে নিশ্চিত হন সেটি বৈধ ও নিরাপদ কি না।

 
                             
                                    




 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন