শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:০৭ এএম

ইসরায়েলি সেনা ইউনিটের সেবা বন্ধ করল মাইক্রোসফট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:০৭ এএম

মাইক্রোসফটের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির লগো। ছবি- সংগৃহীত

মাইক্রোসফটের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির লগো। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেন, আমি জানাতে চাই, মাইক্রোসফট ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য নির্দিষ্ট কিছু সেবা বন্ধ ও নিষ্ক্রিয় করেছে।  

এই পদক্ষেপের পেছনে রয়েছে গত ৬ আগস্ট দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গাজার ভূখণ্ড ও পশ্চিম তীরের লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজুর’ ব্যবহার করছে। বিবৃতিতে স্মিথ বলেন, মাইক্রোসফট অভিযোগগুলো দুটি মূলনীতির ভিত্তিতে পর্যালোচনা করেছে। এর একটি হলো– প্রতিষ্ঠানটি কোনোভাবেই বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারি চালানোর জন্য প্রযুক্তি সরবরাহ করে না। অন্যটি হলো গ্রাহকের গোপনীয়তা রক্ষা প্রতিষ্ঠানটির মৌলিক দায়িত্ব ও আস্থার মূলভিত্তি।

মাইক্রোসফট জানায়, তারা কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্রাহক কনটেন্টে প্রবেশ করেনি। তবে অভ্যন্তরীণ রেকর্ড, আর্থিক ও যোগাযোগ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহারের বিষয়টি। 

মাইক্রোসফট জানায়, এসব প্রমাণের ভিত্তিতে তারা আইএমওডি-কে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করেছে। 

স্মিথ বলেন, সিদ্ধান্তটি আইএমওডি-এর সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন মাইক্রোসফটের সেবা বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারিতে ব্যবহৃত না হয়, সে বিষয়ে তারা পদক্ষেপ নেবে। তবে তিনি আরও জানান, এ সিদ্ধান্ত ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাইবার নিরাপত্তা সুরক্ষায় মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ কাজকে প্রভাবিত করবে না। এ ক্ষেত্রে আব্রাহাম চুক্তির আওতায় চলমান সহযোগিতাও অব্যাহত থাকবে।

দ্য গার্ডিয়ানকে ধন্যবাদ জানিয়ে স্মিথ বলেন, এই পর্যালোচনা এখনো চলমান এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!