বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও (মাসিক বেতনভুক্ত) আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি বিজোড় মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মাউশির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মাউশির এক কর্মকর্তা জানান, ‘শিক্ষক-কর্মচারীরা বিজোড় মাসে এমপিওর জন্য আবেদন করবেন। চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার জারি করা হবে।’
এর আগে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রতি জোড় মাসে এমপিওর জন্য আবেদন করতে হতো। প্রতি মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রধান শিক্ষক আবেদন জমা দিতেন। এরপর উপজেলা ও জেলা শিক্ষা অফিস যাচাই করে মাউশির আঞ্চলিক কার্যালয়ে পাঠাতো। আঞ্চলিক কার্যালয় থেকে আবেদন মাউশির ইএমআইএস সেলে পাঠানো হলে সভা করে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হতো।
নতুন নিয়ম অনুযায়ী, জোড় মাসের পরিবর্তে এখন থেকে বিজোড় মাসেই এমপিও আবেদন করা যাবে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
শিক্ষক-কর্মচারীদের সময়মতো আবেদন সম্পন্ন করতে মাউশির পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন