আগে কখনো এমন ভয়ঙ্কর লুকে দেখা যায়নি মোশাররফ করিমকে। চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো থেটোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে, দেখেই বোঝা যাচ্ছে প্রতিশোধের নেশায় দাঁড়িয়ে আছেন তিনি।
সঞ্জয় সমদ্দারের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইনসাফ’-এ নতুন এই চরিত্রে দেখা মিলবে মোশাররফ করিমকে।
এর আগে মোশাররফ করিমকে বড়পর্দায় বিভিন্ন চরিত্রে দেখা গেলেও এমন অ্যাকশন অবতারে কখনো দেখা যায়নি।
এবারই প্রথম ধুন্ধুমার অ্যাকশন সিনেমায় কাজ করছেন দেশের শক্তিমান এই অভিনেতা।

রোববার (৪ মে) সন্ধ্যায় ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয়।
সে পোস্টারেই মোশাররফ করিমকে এমন ভয়ঙ্কর রূপে দেখা গেল। পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’
নির্মাতা আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে।
‘ইনসাফ’ সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন শরীফুল রাজ। শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ।
আর এ সিনেমার মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার।
সিনেমাটি আসছে কোরবানির ঈদে বড়পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় সিনেমার ফার্স্ট লুক পোস্টার। হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির করা হয় রাজকে।