ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুকে ক্ষোভ-বিরক্তি, ভণ্ডামি থেকে মুক্তি চান আঁখি আলমগীর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১২:৩৭ পিএম
সংগীতশিল্পী আঁখি আলমগীর। ছবি- সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে হঠাৎ ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি আশপাশের মানুষের ভণ্ডামি, নাটক ও আচরণ নিয়ে বিরক্তি জানিয়ে লেখেন, বর্তমানে তিনি নীরব ও শান্তিপূর্ণ জীবন চান।

আঁখি লেখেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ; কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে... মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’

শিল্পী নিজের প্রতি বিরক্তির কথাও তুলে ধরেছেন।

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘বিরক্ত নিজের ওপর। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা- এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’

স্ট্যাটাসের শেষে আঁখি উল্লেখ করেন, ‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’ তবে তিনি কাদের উদ্দেশে এসব লিখেছেন, তা স্পষ্ট করেননি। ফলে অনুরাগীদের মধ্যে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

আঁখি আলমগীর দীর্ঘদিন ধরে স্টেজ শো ও একক গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘প্রেম ব্যাপারী’, যেখানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটি প্রকাশের পর থেকে সাড়া পাচ্ছেন বলে জানান শিল্পীর ঘনিষ্ঠজনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আঁখির স্ট্যাটাসে কেউ কেউ মনে করছেন- এতে ফুটে উঠেছে শিল্পীর মানসিক ক্লান্তি ও স্বস্তির খোঁজ। তবে এ বিষয়ে গায়িকার পক্ষ থেকে এখন পর্যন্ত আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।