তারকার সন্তান হওয়ায় সমালোচনা সারা আলি খানের জীবনের অঙ্গ। তবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি সমালোচনাকে ঘাবড়ানোর নয়, বরং শিখতে এবং নিজেকে উন্নত করতে একটি সুযোগ হিসেবে দেখেন।
সারা বলছেন, আমি নিজেকে বারবার মনে করাই, আমার কাজের সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি।
তবে অনেক সময় সমালোচনা ব্যক্তিগত আক্রমণের আকার নিলে তা নিজের মনে প্রবেশ করতে দেন না।
তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মূল্যবোধ, উদ্দেশ্য এবং যারা আপনাকে ব্যক্তিগতভাবে চেনে তাদের সঙ্গে একাত্ম থাকা।
সারা আরও বলেন, খ্যাতির সঙ্গে ‘ট্রোল’ ও সমালোচনা অটোমেটিক আসে। বিশেষত ব্যক্তিগত আক্রমণ হলে যে কোনো মানুষের মনোবল ভেঙে যেতে পারে। তবে সময়ের সঙ্গে আমি নিজের মনে একটি ছাঁকনি তৈরি করেছি, যা আমাকে অপ্রয়োজনীয় নেতিবাচকতার কাছে আটকে রাখতে দেয় না।
সারা আলি খান ২০১৮ সালে বলিউডে পা রাখেন ‘কেদারনাথ’ দিয়ে। এরপর ‘সিম্বা’, ‘কুলি নং ১’, ‘অতরঙ্গী রে’ ও ‘জরা হটকে জরা বাঁচকে’সহ বিভিন্ন ছবিতে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন।


