জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয়। সংস্কারের পক্ষে যারা থাকবে এনসিপির সাথে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। এই সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিবেন এনসিপির সাথে তাদের দূরত্ব তৈরি হবে।
গতকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদকালীন পুরো সময় বাংলাদেশ একটা গণতন্ত্রহীন একটা সময় অতিক্রান্ত করেছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা নির্বাচন অবশ্যই হতে হবে। গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারবে।
নির্বাচন হওয়ার আগে আমাদের কিছু কাজ ছিল সেই কাজগুলো সম্পন্ন হওয়ার একটি প্রক্রিয়ায় আমরা পৌঁছেছি মন্তব্য করে হাসনাত বলেন, সেই পৌঁছানোর একটা বিষয় হচ্ছে আপনারা গতকাল থেকে দেখছেন হ্যাঁ-না এর একটা বিষয়। অতএব সংস্কারগুলো মৌলিক সংস্কারগুলোতে একটি প্রস্তাবনা এসেছে সেই মৌলিক সংস্কারগুলোর পক্ষে যারা আছে তারা বলছেন হ্যাঁ এবং এই মৌলিক সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে বিশেষ করে।
এনসিপি নির্বাচনে জোটে যাবেন কি নাÑ এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে, সেটি সময় নির্ধারণ করে দিবে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ডেড চ্যাপ্টার। আওয়ামী লীগ ইজ গন, আওয়ামী লীগ আসলে আর প্রাসঙ্গিক নেই। আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশের পুনর্গঠন সেদিন থেকেই সম্ভব হচ্ছে এই যে আমাদের রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে আলোচনা করছে এই কারণে আলোচনা করতে পারছে যে বাংলাদেশে আওয়ামী লীগ নেই।
ইসিতে শাপলাকলি প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বলেন, আমরা বারবার বলে আসছি নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সে সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে, এটা দিবে, এই যে মাইক দেখছে মাইক মার্কা দিবে, মাইক মার্কা দিয়ে দিয়েছে, মোবাইল দেখছে মোবাইল মার্কা দিয়ে দিয়েছে, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা দিয়ে দিয়েছে।
কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই ইসি তা স্পষ্ট করেনি উল্লেখ করে হাসনাত বলেন, গতকাল দেখলাম তারা শাপলার কলিকে অন্তর্ভুক্ত করেছে, সেটা আসলে কোন নীতিমালার মধ্য দিয়ে অন্তর্ভুক্ত করেছে সেটা স্পষ্ট নয়। সে জন্য আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন আসলে এভাবে চলতে পারে না। তার একটা নীতিমালা থাকতে হবে।

