ইডেনে আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে ভর করে বড় সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৬ রান তোলে কেকেআর।
এদিন বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। ইনিংসের চতুর্থ বলেই আউট হন ওপেনার বৈভব সূর্যবংশী। এদিন নিজের প্রথম বলেই চার মেরে ইনিংস শুরু করেছিলেন বৈভব।
দেখে মনে হচ্ছিল, বড় রানের তাড়ায় হাতখুলে খেলবেন তিনি। কিন্তু পরের বলেই ঘটে বিপত্তি। বৈভব অরোরার একটি পুল শট ঠিকমতো ব্যাটে লাগাতে না পারায় ক্যাচ তুলে দেন।
পিছন দিকে অনেকটা দৌড়ে এসে সেই ক্যাচ তালুবন্দি করেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। ফলে বড় রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে রাজস্থানের সংগ্রহ ২২ রান।