ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

দারাজের ৫.৫ ক্যাম্পেইনে থাকছে ‘সেরা দামে’ পণ্য কেনার সুযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৫:৩৯ পিএম
দারাজ বাংলাদেশের ৫.৫ ক্যাম্পেইন । ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ‘৫.৫ বেস্ট প্রাইস, বেস্ট ডিলস’ ক্যাম্পেইন।

৫ মে থেকে ৯ মে পর্যন্ত চলা এ বিশেষ সেল উপলক্ষে থাকছে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি ও ভাউচার ডিসকাউন্ট। 

এ ক্যাম্পেইনে প্রতিদিনই দারাজ অ্যাপে পাওয়া যাবে নতুন নতুন ফ্ল্যাশ সেল ডিল, যেখানে অংশ নিচ্ছে ডেটল, ওরাইমো, হায়ার, প্যারাস্যুট অ্যাডভান্সড এবং নিওকেয়ারের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো।

ইলেকট্রনিকস, ফ্যাশন, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্যে থাকছে আকর্ষণীয় অফার।

ফ্রি ডেলিভারি সুবিধা পেতে গ্রাহকদের ন্যূনতম ৭৯৯ টাকা মূল্যের পণ্য অর্ডার করতে হবে। অ্যাপের ভাউচার সেন্টার থেকে ‘ফ্রি ডেলিভারি’ ও অন্যান্য ডিসকাউন্ট ভাউচার সংগ্রহ করে আরও বেশি সাশ্রয় করা যাবে।

দারাজ জানায়, ক্যাম্পেইনটি শুধু ছাড় বা অফারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি গ্রাহকদের জন্য একটি বিস্তৃত ও নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।

গ্যাজেট, বিউটি প্রোডাক্ট, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে আরও অনেক ক্যাটাগরির পণ্যে থাকছে অফার, যা প্রতিটি গ্রাহকের চাহিদা পূরণে সহায়ক হবে।

ক্যাম্পেইনের প্রতিটি দিনেই থাকছে নতুন নতুন চমক। দারাজ বাংলাদেশের ফেসবুক পেজ এবং দারাজ অ্যাপে আপডেট পাওয়া যাবে।
 
দারাজ গ্রুপ সম্পর্কে
২০১৫ সালে প্রতিষ্ঠিত দারাজ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম। এটি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং মায়ানমারে কার্যক্রম পরিচালনা করছে। এটি ৫০ কোটির ও বেশি মানুষের বৃদ্ধিশীল এ অঞ্চলে বিক্রেতা ও ক্রেতাদের সর্বাধুনিক মার্কেটপ্লেস প্রযুক্তি প্রদান করে।

ই-কমার্স, লজিস্টিকস, পেমেন্ট ও আর্থিক পরিষেবাগুলো নিয়ে সমন্বিত অবকাঠামো গড়ে দারাজ উন্নত শপিং অভিজ্ঞতা প্রদান এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে।

আরও তথ্যের জন্য daraz.com অথবা নিয়মিত করপোরেট আপডেটের জন্য দারাজ লিংকডইন পেজ অনুসরণ করতে বলা হয়েছে।