ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

দুই সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৯:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

দুই সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম নেমে এসেছে সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন অবস্থানে।

বৃহস্পতিবার (১ মে) বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,২২২.৬৬ ডলারে, যা ১৫ এপ্রিলের পর সর্বনিম্ন।

একই সময়ে মার্কিন সোনার ফিউচার মূল্য ২.৭ শতাংশ কমে দাঁড়ায় ৩,২৩০.৮০ ডলারে।

বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশাবাদ সোনার ওপর চাপ সৃষ্টি করেছে। ডলার ইনডেক্স ০.৩ শতাংশ বেড়ে যাওয়ায় ডলার-ভিত্তিক সোনা অন্যান্য মুদ্রার বিনিময়ে আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অন্যদিকে, রুপার দাম ১.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩১.৯৯ ডলার হয়েছে। প্লাটিনামের দাম কমে হয়েছে ৯৫৬.৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪১.১০ ডলার।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‌‘বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং ডলারের শক্তি সোনার দামে নেতিবাচক প্রভাব ফেলছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে। চীনসহ আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।

এ ঘোষণায় বাজারে আশাবাদ তৈরি হয়েছে এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

তবে যুক্তরাষ্ট্রের প্রথম ত্রৈমাসিক অর্থনৈতিক সংকোচন বিনিয়োগকারীদের কিছুটা উদ্বিগ্ন করেছে।

ফেডারেল রিজার্ভ জানিয়েছে, মুদ্রাস্ফীতি বা শ্রমবাজারে স্পষ্ট দুর্বলতা দেখা না দিলে সুদের হার অপরিবর্তিত থাকবে।

বিশ্ববাজারে সোনার দাম যখন ৩,৫০০ ডলারের কাছাকাছি পৌঁছেছিল, তখন থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, যদি মুদ্রাস্ফীতি বাড়ে বা শ্রমবাজারে চ্যালেঞ্জ তৈরি হয়, তাহলে সোনার দাম পুনরায় ঊর্ধ্বমুখী হতে পারে।

এখন বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন শুক্রবারের (২ মে) নন-ফার্ম পেরোলস রিপোর্ট প্রকাশের, যা ফেডের সুদের হারের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে।

দুর্বল তথ্য প্রকাশ পেলে ফেড সুদের হার কমাতে বাধ্য হতে পারে, যা সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।

সাম্প্রতিক এক জরিপে রয়টার্স জানিয়েছে, ২০২৫ সালে প্রথমবারের মতো সোনার বার্ষিক গড় মূল্য ৩,০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে সোনা আবারও ৩,৫০০ ডলারের মাইলফলকে পৌঁছাতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা।