ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ১২:০৩ এএম
নভোএয়ার বিমান। ছবি: সংগৃহীত

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট চলাচল ‘সাময়িকভাবে’ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২ মে) থেকে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ২ মে থেকে তারা সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। দুই সপ্তাহের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বলে বেবিচককে জানিয়েছে।

নভোএয়ারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নভোএয়ার তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির চেষ্টা করছে। বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা সংস্থার প্রতিনিধিরা এয়ারক্রাফট ইন্সপেকশন করতে আসবেন। ইন্সপেকশনের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ফ্লাইট কতদিন বন্ধ থাকবে,  সেই বিষয়ে কিছু নিশ্চিত করেনি নভোএয়ারের কেউ।

সর্বশেষ পরিস্থিতি জানতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ এয়ারলাইন্সটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।