ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

পাইওনিয়ার অ্যাওয়ার্ডস কেবল পুরস্কারে নয়, এক অনুপ্রেরণার বাতিঘর: গোলাম মর্তুজা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:৫৯ পিএম
গোলাম মর্তুজা।  ছবি- সংগৃহীত

উচ্চশিক্ষার ‘অস্কার’ নামে খ্যাত আন্তর্জাতিক উচ্চশিক্ষার জগতে মর্যাদাপূর্ণ আসর পাইওনিয়ার অ্যাওয়ার্ডস ২০২৫ প্রদান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশ থেকে সাড়ে ৫ শ জনের বেশি বিশ্বনেতৃস্থানীয় শিক্ষা বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। 

সম্প্রতি লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ডহলে নানা আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও ও ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম মর্তুজা।  

তিনি বলেন, ‘গত তিন দশকেরও বেশি অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা শুধু আমাদের দায়িত্ব নয়, বরং এটি আমাদের নৈতিক অঙ্গীকার।’


 
তিনি বলেন, ‘আমাদের নৈতিক দায়িত্ব হলো তরুণ প্রজন্মের জন্য আরও উন্নত সুযোগ, সৃজনশীলতার বিকাশ এবং টেকসই উন্নয়নের পরিবেশ তৈরি করা, যাতে তারা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।’
 
গোলাম মর্তুজা তার বক্তৃতায় ট্রান্সন্যাশনাল এডুকেশনের গুরুত্ব তুলে ধরেন, যার মাধ্যমে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় নতুন শিক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বিশ্বের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীও সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের সুযোগ পাবে।
 
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘পাইওনিয়ার অ্যাওয়ার্ডস কেবল পুরস্কারের আয়োজন নয়, এটি আমাদের সবার জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। আশা করি, এই মহামঞ্চ থেকে আমরা আরও নতুন উদ্যোগে একসঙ্গে কাজ করতে পারব এবং শিক্ষার বিশ্বায়নকে এগিয়ে নিতে পারব।’