মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের মালিকানা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য চীনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের তরুণরা যে নির্দিষ্ট কোম্পানিকে বাঁচাতে খুব চেয়েছিল, তার সঙ্গেও একটি চুক্তি হয়েছে।’
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মাদ্রিদে জানান, যুক্তরাষ্ট্র ও চীন শর্ট-ভিডিও অ্যাপ টিকটকের উপর একটি কাঠামো চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির ফলে টিকটক যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যেতে পারবে, যেখানে না হলে ১৭ সেপ্টেম্বরের মধ্যে বন্ধ হওয়ার সম্ভাবনা ছিল।
বেসেন্ট বলেন, কাঠামোটি মূলত মার্কিন-নিয়ন্ত্রিত মালিকানায় স্থানান্তরের জন্য করা হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, টিকটকের চুক্তি চূড়ান্ত করার জন্য ১৭ সেপ্টেম্বরের সময়সীমা সংক্ষিপ্তভাবে বৃদ্ধি পেতে পারে।
এর আগে ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়েছিল, চীন যদি বিনিয়োগ চুক্তির অংশ হিসেবে হ্রাসকৃত শুল্ক ও প্রযুক্তিগত বিধিনিষেধের উপর ছাড়ের দাবি প্রত্যাখ্যান করে, তবে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বেসেন্ট আরও জানিয়েছেন, ভবিষ্যতে বাণিজ্য ও অর্থনৈতিক নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে। দুই পক্ষ ইতোমধ্যে অর্থ পাচার রোধ এবং অবৈধ ফেন্টানাইল বাণিজ্য প্রতিরোধে সহযোগিতার বিষয়েও আলোচনা করেছে।
গত মাসে হোয়াইট হাউস একটি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে। মঙ্গলবার নতুন অ্যাকাউন্টে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ভিডিও মন্টেজ প্রকাশ করা হয়।
ক্লিপে প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ‘প্রতিদিন আমি এই জাতির সকল মানুষের জন্য উন্নত জীবন প্রদানের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ঘুম থেকে উঠি। আমি তোমাদের কণ্ঠস্বর।’ পোস্টের ক্যাপশন ছিল ‘আমেরিকা আমরা ফিরে এসেছি! টিকটকের খবর কী?’