জুলাই সনদকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, জুলাই সনদ নামের দলিল পরিবর্তন করে নোট অব ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে। এতে সরকার ও কমিশন জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে।
তার ভাষায়, ‘ফোর টুয়েন্টি করেছে ঐকমত্য কমিশন।’
সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, যাদের সুষ্ঠু নির্বাচন দেওয়ার কথা, তারাই নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছে। ‘প্রতারক সরকার কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করবে?’ উল্টো প্রশ্ন রাখেন তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি অভিযোগ করেন, সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছে।
তিনি বলেন, দেশ বর্তমানে বড় রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে; এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই।
‘সংস্কার সংস্কার খেলার’ শেষ পরিণতি সরকার টানতে পারবে না উল্লেখ করে তিনি আরও বলেন, যথাযথভাবে সঠিক নির্বাচন আয়োজন ছাড়া পথ নেই।
জামায়াত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মান্না বলেন, আন্দোলনের নামে তারা ‘খেলা’ করছে। আর বিএনপি মাঠে নামলে পরিস্থিতি কোথায় যাবে, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।
তার মতে, দেশ এখন এক বিরাট সংকটের মুখে দাঁড়িয়ে আছে।


