গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে দ্রুত সময়ের মধ্যে বগিটি সরিয়ে পুনরায় রেল চলাচল শুরু করা হবে।
সৌভাগ্যবশত, লাইনচ্যুত হওয়া ট্রেনে কোনো যাত্রী হতাহত হননি।

