ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

পটিয়ায় অবৈধ গ্যাস ফিলিং কারখানায় সেনা অভিযান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১০:২৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় অবৈধভাবে পরিচালিত একটি গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে পটিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-১০৭৮৯ ক্যাপ্টেন সালমান নাদিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলি এলাকায় অবস্থিত কারখানাটি থেকে ৪৬০টি ভরা গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাস ক্রস ফিলিং (হাওয়া) মেশিন, ১টি মিনি ট্রাক এবং অন্যান্য সংশ্লিষ্ট উপকরণ জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে।

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান নাদিম বলেন, ‘অবৈধ গ্যাস ক্রস ফিলিংসহ যেকোনো অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।